PWD রাস্তা ঘিরে তৃণমূলের দলীয় কার্যালয়, হাইকোর্টের দ্বারস্থ, প্রাণনাসের হুমকির অভিযোগ,চাঞ্চল্য পাঁশকুড়ার গোপালপুরে।

0
200

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া পৌরসভা ৩ নম্বর ওয়ার্ড এলাকার দক্ষিণ গোপালপুর গ্রামের শেখ গোলাম মহিউদ্দিন তার পৈতৃক সম্পত্তির যাওয়ার জন্য রাস্তা আটকে সরকারি PWD জায়গা তৃণমূল শ্রমিক সংগঠন INTTUC অফিস এবং তার সামনে প্রাচীর থাকায় কলকাতা হাইকোর্টের দারস্থ হয় গোলাম মহিউদ্দিন। এরপর হাইকোর্ট রায় দেয় পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ এবং পাঁশকুড়ার আই সি কে গোলাম মইনুদ্দিনের বাড়ির যাতায়াতের রাস্তা বের করে দেওয়ার জন‍্য তৃনমূলের দলীয় শ্রমিক সংগঠনের অফিস সরকারি জায়গায় অবৈধ নির্মাণ ভেঙ্গে দেওয়া নির্দেশ দেন।কিন্তু রবিবার প্রশাসনের তৎপরতায় ভাঙতে এলে বিক্ষোভের মুখে পড়ে। এই দিন শুধুমাত্র পার্টি অফিসের সামনে থাকা একটি দেওয়াল ও একটি পান দোকানের গুমটি ভেঙে চলে যান।এরপর পুনরায় মামলাকারি গোলাম মইনুদ্দিন হাইকোর্টের দ্বারস্থ হন এবং তারপরেই মঙ্গলবার বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে পার্টি অফিস ভাঙ্গা হয়। যদিও হাইকোর্টের অভিযোগকারী গোলাম মইনুদ্দিন জানান তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।সেজন্যই সে বাধ্য হয়ে বাড়ি থেকে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে। যদিও এই প্রসঙ্গে পি ডাব্লু ডি অফিসার অমিত কুমার মাইতি বলেন -সেদিন একটা এলিগেশন ছিল পুলিশ ফোর্স কম ছিলো। সেদিন আটকাতে পারিনি।আজকে যতেষ্ট পুলিশ ফোর্স দিয়েছে আমরা ভাঙা শান্তিপূর্ণ ভাবেই করেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here