পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বুধবার দুপুর নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড সংলগ্ন কদমডিহা এলাকায় উড়ালপুল তৈরি জন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও বায়ু সেনা বিভাগের আধিকারিকেরা জমি পরিদর্শন করলেন,জানা গিয়েছে কলাইকুন্ডা শাখার বিভাগের আধিকারিকেরা এই দিন জমি পরিদর্শন করেন, দীর্ঘক্ষণ ধরে এই পরিদর্শন পর্ব চলে,এবং গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন তারা, এছাড়াও উপস্থিত ছিলেন ব্লক BLRO এবং ইঞ্জিনিয়ারা,বায়ু সেনা বিভাগের আধিকারিক সূত্রে জানা গিয়েছে এই জমিটি বায়ু সেনা বিভাগ থেকে রাজ্য সরকার এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করা হবে, পরবর্তী ক্ষেত্রে সেখানে উড়ালপুল হবে বলে সূত্রে জানা গিয়েছে।
কদমডিহাতে উড়ালপুল তৈরির জন্য জমি পরিদর্শনে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং বায়ু সেনা বিভাগের আধিকারিকরা।

Leave a Reply