আবদুল হাই,বাঁকুড়াঃ জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় আঙ্গিক ভিত্তিক জেলা লোকশিল্পীদের কর্মশালা অনুষ্ঠিত শুরু হলো। বাঁকুড়া রবীন্দ্র ভবনে এই কর্মশালার সূচণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া পৌরসভার পৌর প্রধান অলকা সেন মজুমদার, তালডাংরার বিধায়ক অরুপ চক্রবর্ত্তী সহ অন্যান্য সরকারী আধিকারিকরা। আগামী ৫ আগষ্ট পর্যন্ত এই কর্মশালা চলবে বলে জানা গেছে।
উপস্থিত বাঁকুড়া পৌরসভার পৌর প্রধান অলকা সেন মজুমদার বলেন, এর আগে লোক শিল্পীরা সেভাবে কোন সুযোগ পাননি। মমতা বন্দ্যোপাধ্যায় এই সব শিল্পীদের জন্য নানান জনমুখী কর্মসূচী নিয়েছেন। এই ধরণের কর্মশালায় অংশ নিয়ে তারা তাদের অভাব, অভিযোগ যেমন জানানোর সুযোগ পাবেন তেমনি নানান বিষয়ে তারা জানতেও পারবেন বলে তিনি জানান।
উপস্থিত তালডাংরার বিধায়ক অরুপ চক্রবর্ত্তী বলেন, বর্তমান পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর গায়ে কালি ছেটানোর চেষ্টা চলছে। শিল্পী সমাজ এই ঘটনা মেনে নেবেননা বলে তিনি জানান।
এই উদ্যোগে খুশী শিল্পীরাও। সন্তোষ কর্মকার নামে এক শিল্পী বলেন, এখন কাজের পরিধি বেড়েছে। একই সঙ্গে শিল্পী ভাতা পেয়েও তারা খুশী বলে তিনি জানান।
Leave a Reply