পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- SSC দুর্নীতির প্রতিবাদে নামলো ছাত্র সংগঠন AVBP। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর গৌরা বাসস্ট্যান্ডে পথ অবরোধ করেন AVBP র সমর্থকরা। এই দিন পথ অবরোধের পাশাপাশি প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চ্যাটার্জির কুশপুতুল দাহ করা হয়। এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন
AVBP পশ্চিম মেদিনীপুর জেলা সংযোজক তমালজ্যোতি জানা, রাজ্য ছাত্র নেতা দিব্যেন্দু সামন্ত, ঘাটালের ছাত্রনেতা সৌরভ কুমার নন্দী মহাশয়। বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর অবরোধ তুলে নেয় এবিভিপি সদস্যরা। অবরোধের জেরে ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়ক বেশ কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এসএসসি দুর্নীতির প্রতিবাদে পথে নামল দাসপুরে AVBP

Leave a Reply