কোলকাতা, ৫ই অগাস্ট, ২০২২: – “সেনা বাহিনীর স্থায়ী চাকরির পরিবর্তে চুক্তি-ভিত্তিক অগ্নিপথ স্কিম বাতিলের দাবিতে ও রাজ্যে চাকরি নিয়ে ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে জয় জওয়ান জয় কিষাণ মিছিল।”
সংযুক্ত কৃষক মোর্চার ডাকে বাংলার রাজধানীর রাজপথে আবার হাঁটবে প্রতিবাদী কৃষক। রবিবার, ৭ই অগাস্ট দুপর ২টোয় মৌলালির রামলীলা পার্ক থেকে ধর্মতলার লেনিন মূর্তি অবধি চলবে জয় জওয়ান জয় কিষাণ মিছিল। বাংলার প্রায় সমস্ত জেলা থেকে সংযুক্ত কৃষক মোর্চার ৩৬টি শরিক কৃষক সংগঠনের হাজার হাজার কৃষক এই মিছিলে পা মিলিয়ে হাঁটবেন। মিছিলে যুক্ত হবে বিভিন্ন প্রগতিশীল ছাত্র, যুব, মহিলা ও গণ সংগঠন। সেনা বাহিনীর স্থায়ী চাকরির পরিবর্তে চুক্তি-ভিত্তিক অগ্নিপথ স্কিম বাতিলের দাবিতে এবং পশ্চিমবঙ্গে চাকরিপ্রার্থী যুব সম্প্রদায়ের সঙ্গে রাজ্য সরকারের চরম দুর্নীতিমূলক ক্রিয়াকলাপের বিরুদ্ধে এই মিছিল। এটা কারো অজানা নয় যে সেনাবাহিনীর স্থায়ী চাকরিতে কৃষক পরিবারের যুবকেরাই বড় সংখ্যায় যোগদান করে। কৃষক আন্দোলনের কাছে পরাজিত নরেন্দ্র মোদী সরকার এই অগ্নিপথ স্কিমের মাধ্যমে কৃষকদের ওপর প্রতিশোধ নিচ্ছে। দিল্লির কৃষক আন্দোলন কে দেওয়া নানা লিখিত প্রতিশ্রুতি কেন্দ্র সরকার পালন করেনি – সেই বিষয়ে সংযুক্ত কৃষক মোর্চা যে দেশব্যাপী লাগাতার আন্দোলনের ডাক দিয়েছে, তারই এক কর্মসূচি এই মিছিল।
মিডিয়া সেল | সংযুক্ত কিষাণ মোর্চা পশ্চিমবঙ্গ
যোগাযোগ: 8336 939393
Leave a Reply