কালিয়াগঞ্জের দক্ষিণ আখা নগর সাহাপাড়া বারোয়ারি দুর্গাপুজোর আনুষ্ঠানিকভাবে খুঁটিপুজোর মাধ্যমে শুরু হয়ে গেল পুজোর প্রস্তুতি।

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- বাঙ্গালীদের বারো মাসে তেরো পার্বণ আর এই ১৩ পার্বণের মধ্যে সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। গত দু’বছর ধরে করোনা আবহার জন্য মানুষের মন খারাপ থাকায় পুজো হয়েছে নমো নম করে। কিন্তু এবার পরিস্থিতির একটু উন্নতি হওয়ায় এবং স্বাভাবিক হওয়ার ফলে আবারও মানুষের স্বাভাবিক ছন্দ ফিরে আসে। পুজোর আর মাত্র কিছুদিন বাকি রয়েছে কিন্তু এর মধ্যেই বিভিন্ন পুজো উদ্যোক্তারা তারা কোমর বেঁধে নেমে পড়েছে একে অপরকে টেক্কা দেবার জন্য। আজ কালিয়াগঞ্জের দক্ষিণ আখা নগর সাহাপাড়া বারোয়ারি দুর্গাপুজোর আনুষ্ঠানিকভাবে খুঁটিপুজোর মাধ্যমে শুরু হয়ে গেল পুজোর প্রস্তুতি। পুজো প্রাঙ্গণ এ আজ ব্রাহ্মণ দিয়ে পুজো করে এই পূজোর আনুষ্ঠানিকভাবে মন্ডপ শয্যার কাজ শুরু হয়ে গেল। প্রতিবছরই কালিয়াগঞ্জ এর বিভিন্ন পুজো মণ্ডপ গুলি তে থাকে নয়া আকর্ষণ দর্শকদের আকর্ষণ করার জন্য। এবারও তার ব্যাতিক্রম নেই। দক্ষিণ আখা নগর সাহাপাড়া বারোয়ারি দুর্গাপুজো কমিটি এবার তাদের পুজোতে চমক দিতে এখন থেকে প্রস্তুতি শুরু করে দিল।পুজোর উদ্যোক্তারা জানান এবার তাদের পুজো যেহেতু ৫০ বছরে পদার্পণ করলো তাই সেই ঐতিহ্যকে স্মরণীয় করে রাখতে এবারের পূজোয় নতুন চমক দিতে চলছে তারা। তারা জানালেন এবার তারা ইসকন মন্দিরের আদলে একদিকে যেমন মন্ডপ তৈরি করবেন তেমনি মন্ডপের চারিধারে ইসকন মন্দিরে যেভাবে আলোক শয্যায় আলোকিত থাকে তেমনভাবেই এখানেও সেই আলোকেরই ঝর্ণাধারা বজায় রাখবে তারা। পাশাপাশি প্রতিমাতেও থাকছে বিশেষত্ব। সব মিলিয়ে এবারে এই পুজো যে জেলার মধ্যে অন্যতম আকর্ষণ হতে চলছে তা নিঃসন্দেহে বলা যেতেই পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *