জেল থেকে ছাড়া পেলেন ডোমকলের যুব নেতৃবৃন্দ।

নিজস্ব সংবাদদাতা,বহরমপুর, ৬ই আগস্ট :জেল থেকে ছাড়া পেলেন ডোমকলের কমরেডরা। গত ২৮শে জুলাই দুর্নীতির বিরুদ্ধে ডোমকলে মিছিল করে যুবরা। মিছিলে লাঠিচার্জ করে পুলিশ। রাতে অন্যায়ভাবে গ্রেফতার করা হয় ডিওয়াইএফআই ডোমকল লোকাল কমিটির সভাপতি সাহাবুল ইসলাম, যুব কর্মী নাসির হোসেন, আমজাদ হোসেনকে। আজ বহরমপুরে কেন্দ্রীয় সংশোধনাগার থেকে জামিন পেলেন লড়াকু কমরেডরা। ছাড়া পাওয়ার পর জেল ফেরত যুব কর্মীদের ফুলমালা দিয়েন বরণ করে নেন যুবনেতা সৈয়দ নুরুল হাসান ছাত্রনেতা শাওন ওয়াজ ইসলাম সহ নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *