ফালাকাটা ব্লকের কাজলী হল্টের অগ্ৰদূত সংঘের পরিচালনায় এক বিরাট মিলন মেলার শুভ উদ্বোধন হলো রবিবার বিকালে।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ফালাকাটা ব্লকের কাজলী হল্টের অগ্ৰদূত সংঘের পরিচালনায় এক বিরাট মিলন মেলার শুভ উদ্বোধন হলো রবিবার বিকালে। অগ্ৰদূত সংঘের ফুটবল ময়দানে ওই মেলার আয়োজন করা হয়। মেলা চলবে প্রায় ২০/২৫ দিন বলে আয়োজক কমিটি সূত্রে খবর। এদিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মেলার শুভ উদ্বোধন হয়। মেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জটেশ্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উৎপল নার্জিনারী ছিলেন বিশিষ্ট সমাজসেবী দেবজিৎ পাল, জয়নাল আবেদীন, সুধীর চন্দ্র রায় প্রমুখ। জানা গিয়েছে, এবছর প্ৰথম এই মিলন মেলার আয়োজন করা হয়েছে। এই মেলায় রয়েছে বড় নাগরদোলা, ড্রাগন ট্রেন থেকে শুরু করে ছোটো বড় মিলে প্রায় একশো স্টল রয়েছে বলে জানা গিয়েছে। এদিকে বিভিন্ন জায়গা থেকে আসা ব্যবসায়ীরা তাদের দোকান সাজাতে ব্যস্ত। তাই সব মিলিয়ে এবারের কাজলী হল্টের মিলন মেলা জমজমাট হবে বলেই আশাবাদী ব্যবসায়ীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *