মহিষদল, নিজস্ব সংবাদদাতা:-২২ শে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। বর্তমান প্রজন্মের পড়ুয়াদের মধ্যে রবীন্দ্রনাথ জীবন কাহিনী তুলে ধরতে রবিবার মহিষাদল সংস্কৃতি সভার পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলার পড়ুয়াদের নিয়ে রবীন্দ্রনাথ বিষয়ক বিশেষ পরীক্ষার আয়োজন করা হয়। জেলার ৫৫০ স্কুল পড়ুয়ারা পরীক্ষায় অংশগ্রহণ করে। এই দিন মহিষাদল এপেক্স একাডেমিতে সকাল ১০ টা থেকে ১১টা ১৫ পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়। এই দিন পড়ুয়াদের পাশাপাশি অভিভাবক ও স্কুলের শিক্ষকদের উৎসাহ ছিলো চোখে পড়ার মতো। সংস্থার সভাপতি তথা প্রাক্তন অধ্যাপক হরিপদ মাইতি জানান, নতুন প্রজন্মকে রবীন্দ্রনাথ সম্মন্ধে জানাতে আমাদের এই উদ্যোগ। এই পরীক্ষার মাধ্যমে পড়ুয়ারা যদি রবীন্দ্রনাথ সম্মন্ধে বিন্দুমাত্র ঞ্জান অর্জন করে থাকে তাতেই আমাদের প্রয়াস সার্থতা লাভ করবে।

সংস্থা অন্যতম সম্পাদক ও সদস্য দেবাশীষ মাইতি, রমেশ সাঁতরা ও প্রভাষ কুমার রায় জানান, আমাদের এই প্রয়াসে পড়ুয়াদের সামিল করাই আমাদের একমাত্র লক্ষ্য। প্রাকৃতিক দূর্যোগের মাঝে জেলার বিভিন্ন স্কুলের পড়ায়ারা যেভাবে পরীক্ষায় অংশগ্রহন করেছে তাতে আমরা ভীষন খুশি।
আগামী সোমবার রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উদযাপ করা হবে মহিষাদল রবীন্দ্র পাঠাগারে বলে জানা গিয়েছে।
Leave a Reply