শিল্প শহর হলদিয়ায় শুরু জুট ফেয়ার।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  রবিবার পূর্ব মেদিনীপুরের হলদিয়ার সিটি সেন্টারে ন্যাশনাল জুট বোর্ডের উদ্যোগে তৃতীয় তম ‘জুট ফেয়ারের’ সূচনা করলেন জুট কমিশনার মলয় চক্রবর্তী। রাজ্যের বিভিন্ন প্রান্ত এবং ভিন রাজ্য থেকে পাটের তৈরি হস্তশিল্প নিয়ে হাজির হয়েছেন শিল্পী ও স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। পাটের তৈরি নানা ধরনের হ্যান্ড ও শপিং ব্যাগ,ওয়াল হ্যাঙ্গিং, গিফট আইটেম, জুয়েলারি, জুতো প্রদর্শিত হচ্ছে মেলায়।আগামী ১৪ আগষ্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৭টা পর্যন্ত মেলা চলবে।ন্যাশনাল জুট বোর্ডের ডেপুটি ডিরেক্টর দেবদূত মুখোপাধ্যায় বলেন, গত দু’বছর মেলাতে ভালোই বিক্রিবাটা হয়েছিল।এবার মেলায় ২৮টি স্টল রয়েছে। তিনি বলেন, মোট উৎপাদিত পাটের ৭০শতাংশ যায় খাদ্যশস্য প্যাকেজিংয়ে। কিন্তু মিল মালিকরা অত্যন্ত কম দামে পাট কেনায় চাষিরা ঠিকমতো দাম পাচ্ছেন না। পাটজাত পণ্যসামগ্রী বৃদ্ধি পেলে চাষিরা বেশি উপকৃত হবেন। মোট পাটের ৩০শতাংশ পাটজাত পণ্য তৈরিতে কাজে লাগে। ন্যাশনাল জুট বোর্ড পাটজাত পণ্যের ব্যবহার বাড়িয়ে পাটের ভ্যালুঅ্যাডিশনের উপর গুরুত্ব দিয়েছে। এর ফলে চাষি ও স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে গ্রাম ও শহরের বহু মানুষের কর্মসংস্থান হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *