অবশেষে বাড়ি ফিরলেন হাওড়া দেউলপুরের সোনার ছেলে অচিন্ত্য শিউলি।

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : অবশেষে বাড়ি ফিরলেন হাওড়া দেউলপুরের সোনার ছেলে অচিন্ত্য শিউলি। তাকে স্বাগত জানাতে ও বরণ করতে সকাল থেকে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার মা পূর্ণিমা শিউলি । বিকেল থেকেই ছেলেকে খাওয়ানোর জন্য নিজের হাতে তৈরি করছেন কড়াইশুঁটির কচুরি ও চানা মশলা । সঙ্গে দই মিষ্টি তো রয়েছেই । তার সঙ্গে হাওড়া দেউলপুর মানুষের তিল ধারণের জায়গা নেই সোনার ছেলেকে স্বাগত জানানোর এলাকার মানুষ রাত জেগে। পুষ্প বৃষ্টি এবং জয়ধ্বনি দিয়ে উল্লাসে মেতে উঠলেন এলাকার মানুষ ও ক্লাবের যুবকেরা। এরপর অচিন্ত্য শিউলিকে বরণ করে মিষ্টি খাইয়ে জড়িয়ে ধরলেন মাকে। এমনই অভূতপূর্ব দৃশ্য ধরা পরল আমাদের ক্যামেরায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *