ফের জল্পেস মন্দিরে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ল পূণার্থীদের একটি গাড়ি, আহত ৫।

মনিরুল হক, কোচবিহারঃ- ফের জল্পেস মন্দিরে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ল পূণার্থীদের একটি গাড়ি। ওই গাড়িতে মোট ১২ জন পূণার্থী ছিল। তাঁদের মধ্যে ৫ জন পূণার্থী গুরুতর ভাবে আহত হয়েছে। ওই আহতরা কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সহ শহরের একাধিক নার্সিং হোমে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা সকলেই দিনহাটার বাসিন্দা বলে জানা গিয়েছে। ওই ঘটনায় দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, গতকাল রবিবার আনুমানিক রাত ২ টা নাগাদ মাথাভাঙ্গা-চ্যাংড়াবান্ধা রাজ্য সড়কের জামালদহে। এদিন ওই পূণার্থীরা ছয় চাকা একটি ট্রাকে করে বেশ কয়েকজন কোচবিহারের নাজিরহাট শালমারা থেকে জল্পেস মন্দিরের উদ্দ্যেশ্যে রওনা দিয়েছিল বলে জানান। তারপর ওই দুর্ঘটনা ঘটে।
উল্লেখ্য, গত রবিবার জল্পেশ মন্দিরে যাওয়ার পথে চ্যাংরাবান্ধায় গাড়িতে সর্ট সার্কিট হয়ে ১০ জন পূণার্থীর মৃত্যু হয়। গোটা ঘটানায় রাজ্য জূড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপরেই পুলিশ প্রশাসন বেশ কিছু নিশেধাজ্ঞা জারি করে নজরদারি বাড়িয়ে দেয়। তারপরও গত কাল ফের পূর্ণাথীদের দুর্ঘটনায় পড়ায় উদবিগ্ন পুলিশ প্রশাসন।
উল্লেখ্য, এই সোমবার শ্রাবন মাসের শেষ সোমবার। ফলে এবছর আর শিব ভক্তদের জল ঢালতে যাওয়া নিয়ে খুব বেশী চিন্তায় পড়তে হবে না। কিন্তু আগামী বছর এধরনের দুর্ঘটনা এড়ানো যায়, তার জন্য প্রথম থেকেই পুলিশ প্রশাসনকে তৎপর থাকতে হবে বলে অভিজ্ঞ মহল মনে করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *