বাল্যবিবাহ প্রতিরোধে দুয়ারে দুয়ারে রাজখামার হাইস্কুলের কন্যাশ্রীরা।

আবদুল হাই, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের রাজখামার হাইস্কুলের কন্যাশ্রীরা বাল্যবিবাহ প্রতিরোধে আজ পৌঁছায় দুয়ারে দুয়ারে সেই চিত্র ওঠে এলো আমাদের সাংবাদিক আবদুল হাই এর ক্যামেরায় ।সভ্যতার প্রথম দিক থেকে ই বাল্যবিবাহ, একাধিক বিবাহের মতো প্রথাগুলি প্রচলন ছিল প্রবল।যদিও আধুনিক সভ্যতায় বাল্যবিবাহ একটি আইনযোগ্য অপরাধ কিন্তু তবুও মাঝেমধ্যেই নিউজের শিরোনামে আসে বাল্যবিবাহের মতো কুপ্রথা। বাল্যবিবাহের বন্ধের জন্য আছে সরকারি আইন, নির্দিষ্ট করে দেয়া হয়েছে ছেলে মেয়েদের বিবাহের বয়স কিন্তু তার শর্তেও সমাজ থেকে দূর হয়নি বাল্যবিবাহের মত অপরাধ জনক একটি কাজ। জেনে বুঝে এখনো বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের পরিবারের কন্যা দায়গস্ত পিতা কন্যা দায়ী থেকে মুক্তি পেতে বাল্য বিবাহের মতো অপরাধজনক কাজে লিপ্ত হয়ে যায়। বাড়িতে বাড়িতে গিয়ে মায়েদের বোঝাই যে আঠারোর আগে মেয়েদের বিবাহ দেওয়া চলবে না। আঠারোর আগে বিবাহ দিলে কতটা ক্ষতি হবে সেই ব্যাপারে মায়েদের সামনে তুলে ধরে রাজখামার হাইস্কুলের কন্যাশ্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *