নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- হবিবপুর থানার অন্তর্গত বুলবুলচন্ডী অঞ্চলে মধ্যেমকেন্দুয়া এলাকায় মাটির প্রতীমা নির্মাণ ঘরে রাতের অন্ধকারে দুষ্কৃতীদের ভেঙে ফেলে ঘরে তৈরি করে রাখা ছিলো মাটির প্রতিমা এমনটাই অভিযোগ। মৃৎশিল্পী উৎপল সিংহ বলেন, গতকাল রাতে প্রতিমার কাজ শেষ করে আট্টা নাগাত প্রতীমার কাজ শেষ করে বাড়ি চলে যাই। সোমবার সকালে প্রতীমার ঘরের গেট খুলতে দেখতে পাই তার ঘরের প্রতিমা ঘরের মধ্যে ভাঙচুর অবস্থায় মাটির প্রতীমা পরে রয়েছে। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করে কান্না ভেঙে পরে। কারো সাথে কোন বিবাদ নেই তবুও ঘরের মধ্যে এইভাবে কে বা কারা তান্ডব চালিয়েছে প্রতিমার স ভেঙেচুরে ফেলেছে কি কারনে এই ঘটনা ঘটলো তা কিছুই বুঝে উঠতে পারছেন না। যদি গতকাল প্রতিমা দেওয়ার কাজ থাকলে কি অবস্থায় পড়তে হতো তা ভেবে মাথায় হাত পড়েছে মৃৎশিল্পীর উৎপল সিংহ ও তার স্ত্রী টুম্পা সিংয়ের এই নিয়ে লিখিত অভিযোগ জানিয়েছে, হবিবপুর থানা খবর পেয়ে ছুটে আসে হরিপুর থানার আইসি সুবীর কর্মকার সহ বিশাল পুলিশবাহিনী তিনি এ ঘটনার তদন্ত শুরু করেছে।
মাটির প্রতীমা নির্মাণ ঘর রাতের অন্ধকারে দুষ্কৃতীরা ভেঙে ফেলল।

Leave a Reply