কোচবিহার, ৯ আগস্টঃ করোনা আবহ কাটিয়ে এবছর কোচবিহারের হরিণচওড়ায় মহা আড়ম্বরে মহরমে মেতে উঠেছে মুসলীম সম্প্রদায়ের মানুষজন। সেই উপলক্ষ্যে হরিণ চওড়ার মাজার শরীফে বিকেল থেকে উন্মাদনা লক্ষ্য করা গেছে। মাজার শরীফের পাশে মহরমের তাজিয়া বের করে স্থানীয় মহরম কমিটি। এদিন বিকালে মহরমের রীতি মেনে লাঠি খেলায় শুরু হয়। বেশ কয়েকটি গ্রামের মুসলিম সম্প্রদায়ের মানুষ লাঠি খেলায় অংশ নিয়েছেন। অপ্রীতিকর ঘটনা রুখতে, সকাল থেকে এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। করোনার কারণে গত দু’বছর মহরমে সেভাবে শামিল হতে পারেনি মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। এবছর পরিস্থিতি স্বাভাবিক হতেই এই পরবে মেতে ওঠেন তাঁরা। সবমিলিয়ে মহরমকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা ছিল চোখের পড়ার মতো। এই অনুষ্ঠান দেখতে ভিড় জমিয়েছিলেন প্রচুর সাধারন মানুষ।
মহরম পালিত হল কোচবিহারে।

Leave a Reply