কান্দি কালীবাড়ি মোড় সংলগ্ন এলাকায় ব্যবসায়ীকে লক্ষ্য করে বোমাবাজি, ঘটনাস্থল থেকে উদ্ধার ২ টি তাজ বোমা।

0
360

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- শনিবার সন্ধ্যায় এক ব্যবসায়ীকে লক্ষ্য করে বোমাবাজীর ঘটনায় উত্তেজনা ছড়ালো মুর্শিদাবাদ জেলার কান্দি কালীবাড়ি মোড় সংলগ্ন এলাকায়। প্রতিদিনের মতো এদিন সন্ধ্যায় হাঁটতে বেরিয়েছিলেন ব্যবসায়ী সুখেন্দুশেখর সেন তখনই কান্দি কালীবাড়ি মোড় সংলগ্ন এলাকায় ওই ব্যবসায়ীকে লক্ষ্য করে একটি বোমা ছোড়ে দুষ্কৃতীরা যদিও লক্ষ্যভ্রষ্ট হয়। ঘটনা খবর পেয়ে কান্দি থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছে এবং ঘটনাস্থল থেকে আরও দুটি তাজা বোমা উদ্ধার করে এবং একটি ব্যাগ উদ্ধার করে কান্দি থানার পুলিশ। ঘটনা তদন্ত ইতিমধ্যেই শুরু করে খতিয়ে দেখছে কান্দি থানার পুলিশ কে বা কারা এই বোমাবাজির ঘটনার পিছনে রয়েছে। ঘটনার জেরে এলাকায় চাপা উত্তেজনা থাকলেও হতাহতের কোন খবর নেই।