পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- বর্ধমান শহরের ব্যস্ততম রাস্তা খোসবাগান এলাকা। প্রতিনিয়ত প্রচুর সংখ্যক মানুষ খোসবাগান এলাকায় আসেন ডাক্তার দেখাতে। ঠিক সেই রকমই মঙ্গলবার সকালে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা করাতে আসেন লাবনী সরকার নামে এক তরুনী। তার বাড়ি বর্ধমান দু’নম্বর ব্লকের বড়শুলে। খোসবাগান এলাকা দিয়ে যাওয়ার সময় বৈদ্যুতিক তার ছিড়ে জলে পড়ে থাকে। বর্ষার জলে ডুবে থাকার সেই বৈদ্যুতিক তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর জখম হয় ওই তরুণী। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। তৎক্ষণা তার সঙ্গে থাকা তার সঙ্গী কলা নবগ্রামের বাসিন্দা কাঞ্চন ঘোষ তাকে তুলতে গেলে খানিকটা বিদ্যুৎপৃষ্ট হয়ে ছিটকে যান।

স্থানীয় ব্যবসায়ীরা তাদের দুজনকে বেসরকারি একটি নার্সিংহোমে নিয়ে যান এবং প্রাথমিক চিকিৎসা পর তারা সুস্থ হয়। এই ঘটনায় ছুটে আসে বর্ধমান সদর থানার পুলিশ এবং ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় কাউন্সিলার। খবর দেওয়া হয় বিদ্যুৎ দপ্তরে এবং বিদ্যুৎ দপ্তরে কর্মচারীরা উপস্থিত হয়ে সমস্যার সমাধান করেন। এই বিষয়ে ক্ষোভ উগরে দেন স্থানীয় ব্যবসায়ীরা। স্থানীয় এক ব্যবসায়ী বলেন, সামান্য বৃষ্টিতে জল জমে যায় এই রাস্তায় এবং নিকাশি ব্যবস্থাও খুব খারাপ। দীর্ঘদিন ধরে এই জনবহুল এলাকায় বৈদ্যুতিক খুঁটি থাকলেও তার সরিয়ে ফেলার কোন উদ্যোগ গ্রহণ করেনি বিদ্যুৎ দপ্তর।












Leave a Reply