অল ইন্ডিয়া লইয়ার্স ইউনিয়ন রানাঘাট কোর্ট ইউনিটের সম্মেলন আজ আয়োজিত হল রানাঘাট বার অ্যাসোসিয়েশনের সেমিনার হলে।

0
306

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- অল ইন্ডিয়া লইয়ার্স ইউনিয়ন রানাঘাট কোর্ট ইউনিটের সম্মেলন আজ আয়োজিত হল রানাঘাট বার অ্যাসোসিয়েশনের সেমিনার হলে। এদিনের সম্মেলনে সংগঠনের পতাকা উত্তোলনের পর শহীদ বেদীতে মাল্যদান করা হয়। সম্মেলনে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। আলোচনা হয় রাজ্য রাজনীতি এবং কেন্দ্রীয় রাজনীতি যে পথে চলছে সেখানে আইনজীবীদের ভূমিকা নিয়ে।আইনের শাসন প্রতিষ্ঠা করার বিষয়ে বামপন্থী আইনজীবীদের কি ভূমিকা থাকবে সে নিয়েও এদিনের সম্মেলনে চর্চা হয়। এবং আগামী দিনে এই সংগঠন কিভাবে চলবে সে বিষয়ে এদিন আলোচনা করা হয়।