জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- গত ৯-১১ সেপ্টেম্বর মুর্শিদাবাদের ভগবানগোলায় আয়োজিত হল আন্তঃ জেলা কবাডি প্রতিযোগিতা। সেখানে রাজ্যের বিভিন্ন জেলার দলকে হারিয়ে চ্যাম্পিয়নের খেতাব ছিনিয়ে এনেছে জলপাইগুড়ির মেয়েরা। তাদের এই অসাধারণ সাফল্যে দারুন খুশি জলপাইগুড়ির ক্রীড়ামহল। জলপাইগুড়ির অন্যতম ক্রীড়া কর্মকর্তা অলোক সরকার বলেন, এই প্রথম জেলা মহিলা কবাডি দল এত বড় সাফল্য অর্জন করল। কোচবিহার, আলিপুরদুয়ার, বর্ধমান ও উত্তর ২৪ পরগনা সহ বিভিন্ন জেলার মহিলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জলপাইগুড়ির । সোমবার জলপাইগুড়িতে ফিরে আসার পর চ্যাম্পিয়ন দলের মেয়েদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানানো হয়।উপস্থিত ছিলাম লক্সমীবাগচী ,শনতু চ্যাটার্জী, সহ অন্যন্যা রা এখানে ছিলেন।তারা এই বীজয়ীদের সংবধনা তুলে দেন।