আজ বিজয় দশমী, প্রাণখুলে সিঁদুর খেলায় মাতলো রানাঘাটের মহিলারা।

0
419

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আজ বিজয় দশমী। দেবী দুর্গার বিসর্জন। দেবী দুর্গার বিসর্জনের আগে রানাঘাটের বিভিন্ন পুজো মন্ডপে দেবীকে বরণ করলো মহিলারা। দেবী দুর্গাকে বরনের পর প্রথা মেনে চললো মন্ডপে মন্ডপে সিঁদুর খেলা। একে অপরকে সিঁদুর মাখিয়ে আনন্দ উপভোগ করলো উপস্থিত মহিলারা। গত দু’বছর কোভিড কারণে কোন আচার অনুষ্ঠানেই অংশ নিতে পারেনি সাধারণ মানুষ। এবার পরিস্থিতি স্বাভাবিক। তাইজন্য এবার প্রাণখুলে সিঁদুর খেলায় মাতলো রানাঘাটের মহিলারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here