পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- ডেঙ্গু নিয়ে যখন রাজ্যজুড়ে সচেতনতা বার্তা প্রচার করা হচ্ছে ঠিক তখনই বর্ধমান পুরসভার ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ষাড়খানা গলি এলাকাতে নোংরা আবর্জনা স্তুপ আর সেই জায়গাটি হয়ে উঠেছে ডেঙ্গুর আতুর ঘর।
৩-৪ দিন ধরে জমে থাকছে ময়লা আবর্জনা। অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে বসবাস করছেন স্থানীয় মানুষজন এবং যাতায়াত করছে স্কুলের পড়ুয়ারা।
স্থানীয় মানুষজন বলছেন পৌর মাতাকে ভোটের সময় দেখা গেছিল হাতজোড় করে বলে গিয়েছিলেন ভোট দিন এবং এলাকায় সমস্ত পরিষেবা দেবো।
কিন্তু সে কথা কথাতেই রয়েছে বাস্তবে কিছু হচ্ছে না এমনটাই বলছেন স্থানীয় দোকানদাররা।
পাশের হচ্ছে বিদ্যার্থী ভবন গার্লস স্কুল।ওই স্কুলে যারা পড়ুয়ারা তারাও আতঙ্কে রয়েছে ডেঙ্গু নিয়ে। ছাত্র-ছাত্রীরা বলছেন, এভাবে যদি নোংরা পড়ে থাকে দুর্গন্ধ ছড়াচ্ছে,রোগ ছড়াচ্ছে, অস্বাস্থ্যকর পরিবেশ।
প্রশ্নের মুখে বর্ধমান পৌরসভা
বর্ধমান পৌরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের পৌরমাতা পামেলা চট্টোপাধ্যায়। তিনি শাফায় দিয়েছেন, খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। পুরসভার যে নোংরা তোলার গাড়ি রয়েছে সেটি বিকল অবস্থায় রয়েছে।গাড়িটি ঠিক হয়ে গেলে আর নোংরা পড়ে থাকবে না।পৌর মাতা পামেলা চট্টোপাধ্যায় আরোও বলেন, এই বিষয়টা নিয়ে সত্যিই মাথাব্যথা রয়েছে আমিও এই বিষয়টাকে নিয়ে বহুবার পুরসভায় মিটিংয়ে তুলেছি যাতে ডানপিং রাউন্ড একটি করা যায় ওই এলাকাতে।
এখন তো ময়লা কম আছে এর আগে রাস্তায় উপচে পড়তো ময়লা।
Leave a Reply