প্রয়াত স্বাধীনতা সংগ্রামী ও প্রাক্তন বিধায়ক শান্তি গোপাল সেনের ১১০ তম জন্ম দিবস পালন করল ইংরেজবাজার পৌরসভা।

0
155

নিজস্ব সংবাদদাতা, মালদা,২৫ ডিসেম্বর : প্রয়াত স্বাধীনতা সংগ্রামী ও প্রাক্তন বিধায়ক শান্তি গোপাল সেনের ১১০ তম জন্ম দিবস পালন করল ইংরেজবাজার পৌরসভা। মালদা শহরের ওমেন্স কলেজ রোড এলাকায় তার আবেক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
রবিবার সকাল নয় টা নাগাদ মাল্যদান করে শ্রদ্ধা জানান ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমিতা ব্যানার্জি, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিপ্রা রায় সহ অন্যান্যরা।
মাল্য দানের পর স্মৃতিচারণা করেন চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী।
তিনি বলেন, প্রয়াত স্বাধীনতার সংগ্রামীর নামে স্কুল ও কলেজ রয়েছে। আন্দামানের সেলুলার জেলেও স্বর্ণাক্ষরে লেখা রয়েছে স্বাধীনতা সংগ্রামী শান্তি গোপাল সেনের নাম। পৌরসভার উদ্যোগে তার আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়।