বছরের শুরুতেই নতুন বছরকে স্বাগত জানাতে পিকনিকে মাতলো দক্ষিণ দিনাজপুরবাসী।

0
1177

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বছরের শুরুতেই নতুন বছরকে স্বাগত জানাতে পিকনিকে মাতলো দক্ষিণ দিনাজপুরবাসী। ডাঙ্গি ফরেস্ট, সারণবাড়ী গড়দিঘী সহ প্রতিটি পিকনিক স্পটেই রয়েছে উপচে পরা ভীর। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পিকনিক স্পট গুলিতে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।