বিদ্যুৎ দপ্তরের নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে রাতের বেলা নয় এবারে দিনের বেলায় জ্বলছে উচ্চ বাতি স্তম্ভের আলো।

0
69

নিজস্ব সংবাদদাতা, মালদা, ০৩ ফেব্রুয়ারি: বিদ্যুৎ দপ্তরের নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে রাতের বেলা নয় এবারে দিনের বেলায় জ্বলছে উচ্চ বাতি স্তম্ভের আলো। এই ছবি মালদহের পুরাতন মালদা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের স্টেশন মোড় সংলগ্ন এলাকার। বিদ্যুৎ দপ্তরের যেখানে নির্দেশিকা রয়েছে শুধু রাত্রিবেলা জ্বলবে আলো দিনের বেলা নয়। তবে এভাবেই দিনের পর দিন আলো জ্বলে নষ্ট হয়ে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা কিলোওয়াট বিদ্যুৎ। যা নিয়ে কিন্তু যথেষ্ট বিদ্যুতের ঘাটতি হবে বলে আশঙ্কা পৌর নাগরিকদের, এমত অবস্থায় বাসিন্দাদের প্রশ্ন করা হলে তারা সদুত্তর দেন এ নিয়ে প্রশাসন তাদের সঠিক নির্দেশিকা জারি করা সত্ত্বেও মানুষ সচেতন নয় অবহেলার কারণে রাতের বেলা জ্বলছে না আলো কিন্তু দিনের বেলা জ্বালানো হচ্ছে আলো।
পাশাপাশি এ বিষয়ে স্থানীয় কাউন্সিলরকে প্রশ্ন করা হলে তিনি জানান, বিষয়টি নিয়ে তার জানা ছিল না তবে দিনের বেলা জ্বলছে আলো এই প্রসঙ্গে তিনি স্থানীয় পৌর প্রশাসনের সাথে আলোচনা করবেন বলে জানিয়েছেন। এখন দেখার বিষয় কিন্তু বিদুৎ দপ্তরের নির্দেশিকা মেনে দিনের বেলা আলো বন্ধ হয় কিনা সেদিকে তাকিয়ে পৌরবাসী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here