৩৮ তম সদর মহকুমা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।

0
331

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- বর্তমান ডিজিটাল যুগে অ্যাপ-ফেসবুকের রমরমায় ছোটোদের মাঠমুখো হওয়ার অভ‍্যাস কমছে,এমনই শোনা যায়।কিন্তু বীরভূম জেলার দুবরাজপুরের বুকে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় অন‍্য ছবি দেখা গেলো। ছোটোদের খেলায় এমন উৎসাহ ও উদ্দীপনা যেমন আশাব‍্যঞ্জক,তেমনি সুস্বাস্থ‍্য ও বলিষ্ঠ মানসিকতার ইঙ্গিতবাহী।উদ‍্যোক্তাদের সুষ্ঠু ব‍্যবস্থাপনাও বিশেষ প্রশংসনীয়। তাই আজ দুবরাজপুর সদর ও দুবরাজপুর দক্ষিণ চক্রের উদ্যোগে দুবরাজপুর পৌর ক্রীড়াঙ্গনে প্রাথমিক, নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহের ৩৮ তম সদর মহকুমা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিন সকালে প্রথমে দুবরাজপুরের সারদা ময়দান থেকে কয়েকটি সুসজ্জিত ট্যাবলো, মোটর সাইকেল রেলি ও রনপা সহযোগে শহর পরিক্রমা করা হয়। এই ট্যাবলো ও মোটর সাইকেল রেলির সূচনা করেন দুবরাজপুর সদর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সৈকত ঘোষ। তারপর দুবরাজপুরের জনকল্যাণ ক্লাবের সন্নিকটে বিবেকানন্দ মূর্তির সামনে থেকে মশাল জ্বালিয়ে এবং সেই মশাল হাতে নিয়ে দুবরাজপুর পৌর ক্রীড়াঙ্গনে পৌঁছোন শিক্ষক শান্তি গোপ। এদিন পতাকা উত্তোলন করে সিউড়ি সদর মহকুমার ৩৮ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান তথা সদর মহকুমা ক্রীড়া কমিটির সভাপতি পীযূষ পাণ্ডে। তারপর শান্তির বার্তা দিতে দুটি পায়রা ওড়ান দুবরাজপুর ব্লকের বিডিও রাজা আদক ও দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে। পৌর ক্রীড়াঙ্গনে শিক্ষক শিক্ষিকা, অতিথি ও ছাত্রছাত্রী মিলে সকলে মিলে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন। ১২ টি চক্রের ৪৫০ জন ছাত্রছাত্রীকে শপথবাক্য পাঠ করান দুই চক্রের শিক্ষিকারা। এদিন উপস্থিত অতিথিদের পুষ্পস্তবক ও উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানালেন দুবরাজপুর সদর চক্র ও দুবরাজপুর দক্ষিণ চক্রের শিক্ষিকারা। এদিন উপস্থিত ছিলেন বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি ডক্টর প্রলয় নায়েক, দুবরাজপুর ব্লকের বিডিও ডক্টর রাজা আদক, জেলা স্পোর্টস্‌ কো-অর্ডিনেটর অরিন্দম বোস, দুবরাজপুর সদর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সৈকত ঘোষ, দুবরাজপুর দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সৌরিশ চ্যাটার্জি, দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে, উপ পৌর প্রধান মির্জা সৌকত আলী, দুবরাজপুর ব্লকের আইসিডিএস চেয়ারম্যান ভোলানাথ মিত্র, দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ সহ বহু বিশিষ্টজনেরা। এদিন সিউড়ি সদর মহকুমার সিউড়ি, আমোদপুর, সাঁইথিয়া, মহম্মদবাজার, রাজনগর, খয়রাশোল, দুবরাজপুর নিয়ে মোট ১২ টি চক্রের ৪৫০ জন ছাত্রছাত্রী ৪২ টি ইভেণ্টে অংশগ্রহণ করে। এদিন প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কার প্রদান করেন উপস্থিত অতিথিরা। এখানে যাঁরা প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করেছে তারা আগামী ৬ ও ৭ ফেব্রুয়ারি জেলা স্তরের খেলায় অংশগ্রহণ করবে বোলপুরের পারুলডাঙা মাঠে। আজকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি ডক্টর প্রলয় নায়েক জানান, বর্তমানে কচিকাঁচারা মোবাইল গেমে আসক্ত হয়ে পড়ছে। তাই মাঠমুখো হচ্ছে না। তাই আমরা ছাত্রছাত্রীদের মাঠমুখো করতে এই প্রতিযোগিতার আয়োজন করেছি। তাছাড়াও ছাত্রছাত্রীদের পড়াশুনার পাশাপাশি খেলাধূলাও জরুরি। অন্যদিকে দুবরাজপুর সদর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সৈকত ঘোষ জানান, আমরা দুবরাজপুর সদর চক্র ও দুবরাজপুর দক্ষিণ চক্র যৌথ ভাবে এই মহকুমা স্তরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার দায়িত্ব পেয়েছিলাম। তাতে আমাদের প্রতিটি চক্রের শিক্ষক শিক্ষিকারা খুব নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে জানান, পৌর ক্রীড়াঙ্গনে মহকুমা স্তরের খেলায় ১২ টি চক্রের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে তাতে খুব ভালো লাগছে। পড়াশুনার সাথে সাথে খেলাধূলার খুবই প্রয়োজন আছে। এরকম প্রতিযোগিতা মূলক খেলায় অংশগ্রহণ করে নিজেকে মেলে ধরতে পারবে। অন্যদিকে বার্ষিক ক্রীড়া কমিটির সম্পাদক রামতনু নায়ক জানান, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ১২ টি চক্রের ৮৮৮ টি বিদ্যালয়ের ৪৫০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে। CWSN প্রতিযোগিতায় ৮ টি ইভেণ্ট ও বাকী প্রতিযোগিতায় ৩৪ টি ইভেণ্ট মোট ৪২ টি ইভেণ্টে ছাত্রছাত্রীরা অংশ নিয়েছে। প্রতিটি প্রতিযোগীকে একটি করে কম্বল, একটি করে কীট তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here