রানাঘাট পালচৌধুরী উচ্চ বালিকা বিদ্যালয়ের সহযোগিতায় রানাঘাট পালচৌধুরী স্কুলে আয়োজিত হহল ভাষা দিবসের অনুষ্ঠান।

0
147

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রানাঘাট মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় রানাঘাট পালচৌধুরী উচ্চ বালিকা বিদ্যালয়ের সহযোগিতায় রানাঘাট পালচৌধুরী স্কুলে আয়োজিত হহল ভাষা দিবসের অনুষ্ঠান। শুরুতেই শহীদদের প্রতি মাল্যদান করেন উপস্থিত বিশিষ্ট জনেরা। উপস্থিত ছিলেন মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক অনুশ্রী গোস্বামী রানাঘাট পুররসভার নির্বাহী আধিকারিক বিপুল চক্রবর্তী অবর বিদ্যালয় পরিদর্শক গৌড়ব্রত সরকার রানাঘাট
পালচৌধুরী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শম্পা কুণ্ডু সহ শিক্ষক-শিক্ষিকা বৃন্দ ও ছাত্রীরা।