উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে আদিবাসী সমন্বয়ে মিছিল ঘিরে বিক্ষোভ, উত্তেজনা।

0
236

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- যে কিশোরী মৃত্যুকে নিয়ে গোটা কালিয়াগঞ্জ নয় গোটা রাজ্য মৃত্যুকে ঘিরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে আদিবাসী সমন্বয়ে খুব মিছিল ছিল যে বিক্ষোভ মিছিলে হঠাৎই পুলিশের দিকে ইট ছুটতে শুরু করে। বিড়ি কেটে ভিতরে পুলিশ ঢুকতে না দেওয়ার কারণ। পুলিশের পক্ষ থেকে কাদানি গ্যাস এবং জল কামান ছাড়া হয় বিক্ষোভকারীদের ওপর। পরিস্থিতির সামাল দিতে পারিনি পুলিশ পুলিশের পরিকাঠামো একেবারেই নাজির হাল ছিল। বিক্ষোভকারীদের কাছে কোথাও যেন পুলিশ হেরে যাচ্ছিল। প্রায় ৪০ জন পুলিশ কর্মী আহত। এই গোটা কালিয়াগঞ্জ থমথমে পরিবেশ দেখতে আর পর্যবেক্ষণে আসলেন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় ও শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন শহর সভাপতি রাজিব সাহা তৃণমূলের নেতা বাপ্পা সরকার, রাজা ঘোষ, অমর গুপ্তা সহ একাধিক তৃণমূল কর্মীরা,