জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- কলকাতা থেকে আগরতলার উদ্দেশ্যে আম বোঝাইল লরি দুর্ঘটনার কবলে। জলপাইগুড়ি জাতীয় সড়ক তিস্তা সেতুর উপর নিয়ন্ত্রণ হারিয়ে আচমকাই আম বোঝাই লরি দুর্ঘটনার কবলে। দুজন চালক গাড়িতে থাকায় একজন ঘুমিয়ে পড়েছিল আর একজন চালক গাড়ি চালাচ্ছিল বলে অপরাধচালক জানায়। সামান্য আহত হয়েচপন একজন।সাথে সাথে ঘটনাস্থলে জলপাইগুড়ি সদর ট্রাফিক পুলিশ। বপশ কিছু আম নষ্ট হয়েছে। তবে বড়সড়ো দুর্ঘটনা থেকে রক্ষা পেল চালক। ঘটনা তদন্তে পুলিশ।
কলকাতা থেকে আগরতলার উদ্দেশ্যে আম বোঝাইল লরি দুর্ঘটনার কবলে।

Leave a Reply