নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- —সাতসকালে আবারো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো মালদার হবিবপুর ব্লকে আইহো কর্মকার পাড়ায়। সাত সকালে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল ছড়িয়েছে পরে গোটা এলাকা জুড়ে। এদিন সকালে হঠাৎ স্থানীয় বাসিন্দারা একটি দোকানের মধ্যে ধুয়া দেখতে পেয়ে তড়িঘড়ি দোকানের মালিকের খবর দেয়। স্থানীয় বাসিন্দারা তরিঘরি ওই দোকানে আগুন নেভানোর চেষ্টা করে। খবর দেওয়া হয় দমকলে।দোকানে তালা খুলতেই দেখতে ঘরের মধ্যে ধোয়া অবস্থায় আগুন লেগে রয়েছে স্থানীয় বাসিন্দাদের আগুন নেভাতে শুরু করে দোকানের ভিতরে খবর পেয়ে ঘটনাস্থলে দমলকের একটি ইঞ্জিন পৌঁছায়।অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে।দমকলের আধিকারিকরা জানান আইহো এলাকায় রাস্তার দু’ধারে দোকানপাট রাস্তা উপরে চেপে থাকায় দমকলের গাড়ি যেতে সমস্যায় পড়তে হয় । অবশেষ কয়েক ঘণ্টার পর আগুন নিয়ন্ত্রণ আনে। তবে কি কারনে আগুন লেগেছে ও কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে তাই স্পষ্ট ভাবে জানা যায়নি। এ বিষয়ে দমকলের কর্মী জানান বর্তমানে আগুন নিয়ন্ত্রণ রয়েছে তবে কি কারনে আগুন লেগেছে স্পষ্ট জানা যায়নি।দোকানের মালিক জানান হঠাৎই ওই এলাকার বাসিন্দারা আমাকে খবর দেয় আগুনের ধোঁয়া বের হচ্ছে দোকানের ভেতর থেকে সেই খবরটিতে দোকান খুলে দেখে দোকানের ভেতরে আগুন তড়িঘড়ি দোকান খুলতেই আগুনে এলাকাবাসীর সহযোগিতায় উদাম কলেজ একটি ইঞ্জিন ঘটানো চলে আসলে আগুন নিয়ন্ত্রনে আছে ক্ষতির পরিমাণ এখন কতটা সঠিকভাবেই বলতে পারছেন না দোকানের মালিক কি কারনে আগুন লেগেছে তাও সঠিকভাবে বলে উঠতে পারছেন না দুটি দোকান রয়েছে একটি কম্পিউটার সেন্টার অপরটি ঝারু তৈরি দোকান।
Home রাজ্য উত্তর বাংলা সাতসকালে আবারো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো মালদার হবিবপুর ব্লকে আইহো কর্মকার পাড়ায়।