পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- পূর্ব বর্ধমান জেলার বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমার সাংগঠনিক পরিকাঠামো বর্তমানে শক্ত। পঞ্চায়েত ভোটের জন্য আমরা মুখিয়ে আছি। আমাদের বোমা মারা হলে তার জন্য আমরাও প্রতিহত করার জন্য প্রস্তুত আছি। ১০০ দিনের কাজ সম্পর্কে সুকান্ত মজুমদার বলেন, যে রাজ্যে শিল্প ব্যবস্থা অচল সেই রাজ্যে ১০০ দিনের কাজের চাহিদা থাকে, গুজরাটে কিন্তু ১০০ দিনের কাজের চাহিদা মোটেও নেই। পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও রাজ্যের ভূমিকা নিয়ে নিন্দে করেন, তিনি বলেন কলকাতার শতাব্দী প্রাচীন হাসপাতালের অবস্থা বেহাল। স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে তো তৃণমূলেরই মদন মিত্র হাটের মাঝে হাঁড়ি ভেঙে দিয়েছেন, তাই নতুন করে বলার কিছু নেই। ডি এ নিয়ে দাবি করলে তাকে দার্জিলিং ট্রান্সফার করে দেওয়া হচ্ছে। প্রতিবাদ করা যাবে না, প্রতিবাদ করলেই নিজের দলের কর্মীদেরই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তৃণমূল দলের কর্মীদের একপ্রকার দলদাস করে রাখা হয়েছে। এছাড়াও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বলেছেন শুনবো।