দ্রুত গতিতে চলা বাইক থেকে ছিটকে পরলেন মহিলা, দমকলের সাহায্যে ভর্তি করা হলো হাসপাতালে, বাইক চালক পলাতক।

0
245

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- মঙ্গলবার ঘটনাটি ঘটে, জলপাইগুড়ির শহরের পোস্ট অফিস থেকে পুলিস লাইন যাবার পথে।
স্থানীয় যুবক জয়দ্বীপ চক্রবর্তি জানান, একটি বাইক দ্রুত গতিতে আসছিলো হটাৎ এই মহিলা পরে যান, কিন্তু আশ্চর্য জনক ভাবে ঘটনার পর বাইক চালক পালিয়ে যায়, স্থানীয়রা মিলে আহত মহিলাকে তুলে রাস্তার পাশে রাখা হয়,
এরপরেই দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং আহত মহিলাকে দ্রুত জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়।
পরবর্তিতে জানা যায় আহত মহিলা দশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
ঘটনা প্রসঙ্গে দমকল আধিকারিক জানান, আমাদের কাছে খবর আসে দুর্ঘটনার, আমরা আহতকে হাসপাতালে নিয়ে যাচ্ছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here