নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আজ ১লা জুন দীনেশ মজুমদার যার হাত দিয়ে DYFI গণতান্ত্রিক যুব ফেডারেশন তৈরি হয়েছিল। তিনি প্রতিষ্ঠাতা সভাপতি আর বুদ্ধদেব ভট্টাচার্য প্রতিষ্ঠাতা সম্পাদক। দীনেশ মজুমদারের জন্মদিবস পালন করা হয় প্রত্যেক বছর DYFI পক্ষ থেকে তার নামে স্মারক বক্তৃতা করা হয়। আজ রানাঘাট রুপ্রশ্রী পল্লী তে স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হয়। এই বছর রাজ্য কমিটি থেকে ঠিক করা হয় দীনেশ মজুমদারের কর্ম ভূমি এইখান থেকে উদ্বাস্তু আন্দোলন, গরীব মানুষের আন্দোলন, শ্রমজীবি মানুষের আন্দোলন সংঘটিত করেছিলেন ও নেতৃত্ব দিয়েছিলেন দীনেশ মজুমদার আর তার কর্মভূমিতে আমরা স্মারক বক্তৃতা করা হয়। রানাঘাট জি আর পি থেকে মিছিল করে রুপ্রশ্রী পল্লী তে।