মানসিক অবসাদের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা বছর ২১ শের‌ এক গৃহবধূ ।

0
236

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- মানসিক অবসাদের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা বছর ২১ শের‌ এক গৃহবধূ নাম হানিফা‌ খাতুন বিবি ঘটনাটি ঘটেছে শান্তিপুর শহরের ২৩ নং ওয়ার্ডের মালঞ্চ বাঙাল পাড়ায় প্রতিবেশি সুত্রে জানা যায় হানিফার স্বামী পিনয়াজ সেখ কর্মসুত্রে রাজ্যর বাইরে ব্যঙ্গালোর থাকে একমাত্র তাদেরই কন্যা সন্তান রয়েছে গতকাল রাতে মা মেয়ে একসাথে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে আজ সকালে মেয়ে ঘুম থেকে উঠে দেখে মা গলায় ফাঁস দিয়ে ঝুলছে মেয়ের কান্নাকাটি তে প্রতিবেশিরা খবর পাই এসে দেখে হানিফা ঝুলছে , শান্তিপুর থানায় খবর দিলে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রানাঘাট মর্গে পাঠানো হয়েছে তবে প্রতিবেশিরা মনে করছেন স্বামী ভিন রাজ্যে কাজে যাওয়াই মানসিক অবসাদে ভুগতো হানিফা তবে প্রতিবেশিরা অনেকেই বলছেন হানিফা ছোট থেকেই খুব ঠাণ্ডা প্রকৃতির মেয়ে কেন যে‌ আত্মহত্যা করল মেনে নিতে পারছেনা প্রতিবেশি ও আত্মীয় স্বজনরা হানিফার মৃত্যুতে ঐ এলাকার লোকেরা নেমে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here