জোড়া আত্নহত্যার ঘটনার পর একমাত্র জীবিত কন্যাকে ভয়ভীতি প্রদর্শন অব্যাহত, জাতীয় মানবাধিকার কমিশনের কাছে আবেদন, ঘটনা প্রসঙ্গে রাজ্য পুলিশ ডেকে পাঠালো অভিযোগকারীকে।

0
195

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- গত পয়লা এপ্রিল জলপাইগুড়ি শহরের স্বামী স্ত্রী দুই সমাজ কর্মীর সুইসাইডাল নোট লিখে আত্নহত্যার ঘটনা আবারও সংবাদ শিরোনামে। উল্লেখ্য এই ঘটনায় ইতিমধ্যে দুই অভিযুক্ত জেল হেফাজতে থাকলেও মূল অভিযুক্ত যুব তৃনমূল নেতা গ্রেফতার হননি।
বুধবার এই ঘটনার পর মৃত দুই ব্যাক্তি অপর্না ভট্টাচার্য এবং সুবোধ ভট্টাচার্যের একমাত্র জীবিত মেয়ে তানিয়া ভট্টাচার্যকে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে বার হতে দেখা যায়।
পুলিস সুপারের কার্যালয়ে উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সময় তানিয়া ভট্টাচার্য বলেন,
আমাকে বিভিন্ন ভাবে পরিচিত লোকজন দিয়ে ভয় দেখানো হচ্ছে এখনো।
এই বিষয়টি আমি জাতীয় মানবাধিকার কমিশন কেও জানিয়েছি।
আজ জেলা পুলিশের ডি এস পি আমাকে ডেকে পাঠিয়ে ছিলেন, তাই এসেছিলাম।
উনি আমার কাছ থেকে সবটাই শুনলেন।
ঘটনার পর নিজের নিরাপত্তার দাবি প্রসঙ্গে জানতে চাইলে তানিয়া দেবী ক্ষোভের সঙ্গে পুলিশ সুপারের কার্যালয় দেখিয়ে বলেন, আপনারাই এস পি কে জিজ্ঞেস করুন এই নিরাপত্তা প্রদানের বিষয়ে কি হয়েছে তাহলেই মনে হয় ভালো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here