জয়প্রকাশ জনতা দল এর পক্ষ থেকে কলকাতায় স্টেট ইলেকশন কমিশন অফিসে ডেপুটেশন।

0
471

কলকাতা, নিজস্ব সংবাদদাতাঃ- আজ জয়প্রকাশ জনতা দল এর পক্ষ থেকে কলকাতায় স্টেট ইলেকশন কমিশন অফিসে, এডিশনাল সেক্রেটারি মহোদয় এর নিকট ডেপুটেশন দেওয়া হয়।
এই অনুষ্ঠানে জয়প্রকাশ জনতা দল এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন জয়প্রকাশ জনতা দল এর রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক অশোক দাস। রাজ্য কমিটির সহ সভাপতি,বিপিনেষ পান্ডে,রাজ্য মহিলা শাখার সভানেত্রী মৌসুমি বিশ্বাস,সহ বিভিন্ন নেতৃবৃন্দ,।
অবাধ,শান্তিপূর্ণ, স্বচ্ছ,ভয়মুক্ত, হিংসা মুক্ত, পরিবেশ এ যাতে পঞ্চায়েত নির্বাচন হয়,তার জন্য সকলে আবেদন রাখেন ।
নির্বাচনী প্রচারে,সাংগঠনিক ভাবে কম বিস্তার প্রাপ্ত রাজনৈতিক দল কেও প্রচারের জন্য সমতার দৃষ্টি তে দেখার জন্য, অশোক দাস আবেদন রাখেন ।