দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বাংলায় অনুষ্ঠিত হবে পঞ্চায়েত ভোট।
তাই তাই শুক্রবার ভোটগ্রহণ কাজের সঙ্গে যুক্ত কর্মীরা ব্যালট বক্স সহ ভোটগ্রহণের অন্যান্য সামগ্রী নিয়ে নিজ নিজ বুথের দিকে রওনা হচ্ছেন।তারা কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ব্যালট ও ব্যালট বক্স ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে এগুলো সংগ্রহ করে বুথের দিকে রওনা দিচ্ছেন।
দক্ষিন দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাট ব্লকের জন্য ভোটের অন্যান্য সামগ্রীগুলো সরবরাহ করা হচ্ছে বালুরঘাট কলেজ থেকে। সেখান থেকে ভোট সামগ্রী নেওয়ার পর বালুরঘাট হাই স্কুল ময়দান থেকে গাড়িতে চেপে বুথের দিকে রওনা হচ্ছেন তারা।
যদিও ভোট কর্মীরা নিরাপত্তার আতংকে ভুগলেও ভোট বড় বালাই তাই দুরুদুরু বুকে বুথের দিকে পা বাড়াতে বাধ্য হচ্ছেন তারা। যদিও প্রত্যেক বার তাদের সাথে বাহিনী কাউন্টার সেন্টার থেকেই মজুত থাকত তবে এবার নাকি তাদের জানানো হয়েছে কেন্দ্রীয় বাহিনী নাকি আগেই বুথ গুলিতে চলে গিয়েছে। সেক্ষেত্রে বুথে না যাওয়া অবদ্ধি তারা স্বস্তি ফিল করবে না বলেই অনেক ভোট কর্মীরা জানিয়েছে।
এবার জেলায় মোট ভোটারের সংখ্যা–
PS-1223
PREMISE-1040
SECTOR-142
ELECTOR-M-593271/F-564407/TG-/39/TOTAL-1157717
POLLING PARTY:1223(Pr.O+4)
DCRC-8
P.BOYCOTT-TILL NO
ADEQUATE DISASTER MANAGEMENT MEASURES BY PROs.
Last 3 point to contact to OC LOR