ভোটের লাইনে টাকা দেওয়াকে কেন্দ্র করে বাম-কংগ্রেস জোট ও তৃনমূলের মধ্যে সংঘর্ষ।

0
170

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—-ভোটের লাইনে টাকা দেওয়াকে কেন্দ্র করে বাম-কংগ্রেস জোট ও তৃনমূলের মধ্যে সংঘর্ষ।কংগ্রেস কর্মীর গলায় হাসুয়ার কোপ তৃনমূলের বিরুদ্ধে।উত্তপ্ত হয়ে উঠেছে হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের রাড়িয়াল প্রাথমিক বিদ্যালয় চত্বর।জানা যায়,
রাড়িয়াল ৮৭ নং বুথে বাম কংগ্রেস জোটের কর্মীরা ভোটের লাইনে দাঁড়িয়ে তৃনমূল কংগ্রেসের ভোটারদের টাকা দেওয়ার চেষ্টা করছিল।নজরে পড়ে তৃনমূলের কর্মীদের।এতেই শুরু হয় সংঘর্ষ ও হাতাহাতি।বুথের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পুলিশ না থাকায় সামাল দিতে নাজেহাল হয়ে পড়েন প্রশাসন।ফোন করা হয় হরিশ্চন্দ্রপুর থানায়।ঘটনাস্থলে দ্রুত ছুটে আসেন হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী ও সেন্ট্রাল ফোর্স।পুলিশ বাহিনী ও সেন্ট্রাল ফোর্সের নেতৃত্বে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে খবর।স্থানীয় সূত্রে জানা যায়,আক্রান্ত কংগ্রেস কর্মীর নাম রাহানুল হক।সে বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন।রাস্তায় তাকে একা পেয়ে তৃনমূল কর্মীরা ধরে ফেলেন।অতর্কিতভাবে তৃনমূল কর্মীরা তার গলায় হাসুয়ার কোপ বসিয়ে দেন।পরিবারের লোকেরা তড়িঘড়ি করে তাকে রক্তাক্ত অবস্থায় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল নিয়ে যায়।হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সে।অভিযোগ উঠেছে তৃনমূল কর্মী তালহার আলি,হারুন আলি,সরকারি আলি ও মহম্মদ গণির বিরুদ্ধে।