নির্দল প্রার্থীর অনুগামীদের হাতে আক্রান্ত তৃণমূল কর্মী ও তার স্ত্রী।

0
255

নদীয়া, নিজস্ব সংবাদদাতাদ:- নির্দল প্রার্থীর অনুগামীদের হাতে আক্রান্ত তৃণমূল কর্মী ও তার স্ত্রী। এমনটাই অভিযোগ আক্রান্ত তৃণমূল কর্মীর পরিবারের। অভিযোগ তৃণমূলকে ভোট দেওয়ার কারণে নির্দলের অনুগামীদের রোষের মুখে পড়তে হয় তৃণমূল কর্মী মিরাজ মন্ডল কে। তারি ফলস্বরূপ আজ তার বাড়িতে ঢুকে মারধর করে নির্দলের অনুগামীরা। ঘটনাটি এদিন নদীয়ার শান্তিপুর ব্লকের গয়েশপুর পঞ্চায়েতের টেংরিডাঙ্গা গ্রামের। আক্রান্ত তৃণমূল কর্মী মিরাজ মন্ডল এর অভিযোগ, তিনি বাড়িতে ছিলেন না বাড়িতে এসে শোনে তার স্ত্রীকে মারধর করে নির্দলের অনুগামীরা, এরপরেই প্রতিবাদ করেন তিনি। আর প্রতিবাদ করলেই ধারালো ছুরি দিয়ে তার হাতে কোপ মারে, এছাড়াও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে, অসুস্থ হয়ে পড়ে আক্রান্ত তৃণমূল কর্মী ও তার স্ত্রী। তড়িঘড়ি দুজনকে নিয়ে আসা হয় শান্তিপুর হাসপাতালে সেখানেই প্রাথমিক চিকিৎসা করিয়ে শান্তিপুর থানার দ্বারস্থ হয় তারা, এরপর অভিযুক্তদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে। যদিও অভিযোগের ভিত্তিতে তদন্তে শান্তিপুর থানার পুলিশ।