দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- যানা যায় পুনর্নিবাচনের দিন সাংসদ সুকান্ত মজুমদার দলের ভোট কেমন হচ্ছে দেখতে কুশমন্ডির মহিপালে গেলে তার গাড়ি আটকে দেন যুব তৃনমুল এর প্রেসিডেন্ট অম্বরিশ সরকার ও তার দলবল।এরপর উত্তেজনা সৃষ্টি হয়ে। সাংসদ সুকান্ত মজুমদার জানান,তিনি মহিপালে ঢুকতেই তাকে আটকে দেয় টিএমসি।প্রায় দেড় ঘন্টা আটকে রেখে ছাড়া হয় বলে জানান।
যুব তৃনমুল নেতা অম্বরিশ সরকার জানান,তাকে আটকানো হয় নি।তিনি অনেক গাড়ি নিয়ে যাবার সময় উনাকে থামতে বলা হয়েচ্ছে।কারন ভোট চলছে প্রচুর ভীড়। সেই জন্য থামতে বলা হয়েছে
দেড় ঘন্টা পর সুকান্ত মজুমদার কে ঘিরে তৃণমূলের অবরোধ উঠলো কুশমন্ডির মহিপালে।

Leave a Reply