পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিমবঙ্গ রাজ্য জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য বলেন, পঞ্চায়েত ভোট ব্যাপক প্রহসন হয়েছে। কাউন্টিং এ যাতে কোনোরকম প্রহসন না হয়, পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী দিয়ে যাতে করে শাসক দলের বিরোধী দলের পক্ষ থেকে যাদের নাম নথিভুক্ত আছে কাউন্টিং এ তাদের ঢোকানোর ব্যবস্থা সহ নির্ভেজাল ভোট কাউন্টিং যাতে হয় তার দাবি রেখে আমরা ডেপুটেশন দিলাম। এইদিন উপস্থিত ছিলেন, রাজ্য সাধারণ সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য,পূর্ব বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি প্রবীর গাঙ্গুলী সহ আরও অন্যান্য নেতৃত্ব।
Home রাজ্য দক্ষিণ বাংলা বেশ কয়েকটা দাবি জানিয়ে জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন দিল পূর্ব বর্ধমান জেলা...