মিড ডে মিল সহায়িকা সমিতির একগুচ্ছ দাবিতে প্রতিবাদ সভা রানাঘাটে।

0
109

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বারো মাসের বেতন, পুজোর বোনাস, মাতৃত্বকালীন ছুটি, খুদে পরুয়ার পুষ্টিকর খাদ্য দিতে হবে ইত্যাদি একগুচ্ছ দাবি নিয়ে রবিবার রানাঘাট মিশন রোডে একটি ঘরোয়া বৈঠকে সামিল হন মিড ডে মিল সহায়িকা সমিতির সদস্যরা। এদিনের বৈঠকের সিদ্ধান্ত হয় দাবি-দাওয়া কর্তৃপক্ষ যদি না মানে সে ক্ষেত্রে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনের পথে নামবেন। মূলত রানাঘাট এক ও দুই ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার মিড ডে মিলের সহিকারা এদিন ওই বৈঠকে হাজির ছিলেন মূলত 12 দফা দাবিকে সামনে রেখেই এদিন তাদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।