৯০ বছরের বৃদ্ধা একের পর এক কবিতা আবৃত্তি করে তাক লাগিয়ে দিল।

0
249

আবদুল হাই, বাঁকুড়াঃ-  ৯০ বছর বয়সে একের পর এক কবিতা আবৃত্তি করে সোশ্যাল মিডিয়ায় ‘ভাইরাল’ বাঁকুড়ার বৃদ্ধা। এখনো স্মৃতিশক্তি আজও প্রবল। সেই কোন ছোটো বেলায় স্কুলের পাঠ্য বইয়ে পড়া কবিতা আবৃত্তি করে এবার সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ‘ভাইরাল’ তালডাংরার হাড়মাসড়া গ্রাম পঞ্চায়েতের কেশাতড়া গ্রামের সিন্ধুবালা পতি নামে এক বৃদ্ধা।

   ওই বৃদ্ধার পরিবার সূত্রে খবর, ১৯০০ সালে তিনের দশকের শেষ দিকে তালডাংরা থানা এলাকারই নতুনগ্রাম গ্রামে সিন্ধু বালা পতির জন্ম। তৎকালীন সময়ে প্রত্যন্ত গ্রাম গুলিতে নারী শিক্ষার প্রচলন সেভাবে না থাকলেও গ্রামের স্কুলে চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়াশুনা করেছিলেন তিনি। পরে অল্প বয়সেই কেশাতড়া গ্রামের বাসুদেব পতির সঙ্গে বিয়ে হয়ে যাওয়ায় পড়াশুনায় ছেদ পড়ে। এখন দুই ছেলে, বৌমা, নাতিদের নিয়ে তাঁর বাস। কিন্তু এই বয়সে এসেও সেই সময়কার পাঠ্য বইয়ের কবিতা হুবুহু মুখস্থ বলে যেতে পারেন তিনি।

অসংখ্য কবিতার মাঝেও পাড়ার এক প্রয়াত ভাসুরপোকে নিয়ে লেখা তাঁর এক সহপাঠি, বর্তমানে প্রাক্তন শিক্ষক কালাচাঁদ পতির তৎকালীন সময়ে লেখা কবিতা আবৃত্তি করে নেটিজেনদের হাত ধরে সেই সোশ্যাল মিডিয়াতেই এখন ‘ভাইরাল’ সিন্ধুবালা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here