বৃহস্পতিবার ৩১ শে আগস্ট দুয়ারে সরকার ক্যাম্পের শুভ উদ্বোধন হলো পূর্ব বর্ধমান জেলায়।

0
180

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ ফের রাজ্যে শুরু হতে চলেছে সপ্তম পর্যায়ের দুয়ারে সরকার ক্যাম্প। পহেলা সেপ্টেম্বর শুক্রবার থেকে দুয়ারে ক্যাম্প শুরু হতে চলেছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। সেই মর্মে বৃহস্পতিবার ৩১ শে আগস্ট দুয়ারে সরকার ক্যাম্পের শুভ উদ্বোধন হলো পূর্ব বর্ধমান জেলায়। উদ্বোধন এবং পতাকা উত্তোলন করেন, পূর্ব বর্ধমান জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা। এই দিন একটি ট্যাবলোও বের করা হয়। ট্যাবলোটির মাধ্যমেই শুভ উদ্বোধন হয় সপ্তম পর্যায়ের দুয়ারে সরকার ক্যাম্পের। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা শাসক ছাড়াও ছিলেন, জেলা সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, সহ সভাধিপতি গার্গী নাহা সহ আরও অন্যান্য অধিকারিকরা।

জানা গেছে পহেলা সেপ্টেম্বর থেকে ১৬ তারিখ পর্যন্ত জেলার বিভিন্ন ব্লক পরিক্রমা করবে উক্ত ট্যাবলো।
এবারে দুয়ারে সরকার ক্যাম্পে থাকছে রাজ্য সরকারের নতুন দুটি প্রকল্পের সুবিধা। এক মাস ধরে চলবে দুয়ারে সরকার ক্যাম্প। এরমধ্যে এক তারিখ থেকে ১৬ তারিখ পর্যন্ত বিভিন্ন প্রকল্পের সুবিধা নিতে আবেদন করতে পারবেন সাধারণ মানুষ। এরপরে ১৮ তারিখ থেকে ত্রিশ তারিখ পর্যন্ত পরিষেবা প্রদান করা হবে। গতবারের দুয়ারে সরকার ক্যাম্পে মোট ৩৩ টি রাজ্য সরকারের জনহিতকর প্রকল্পের সুবিধা দেওয়া হতো সাধারণ মানুষের স্বার্থে। এবারে যুক্ত হচ্ছে আরও দুটি প্রকল্প মোট ৩৫ টি প্রকল্প থাকছে সেপ্টেম্বরের দুয়ারে সরকার ক্যাম্পে। যার মধ্যে নতুন একটি হলো পরিযায়ী শ্রমিকদের জন্য রেজিস্ট্রেশন এর জন্য আবেদন গ্রহণ। ইতিমধ্যে দুয়ারা সরকারের পাশাপাশি আলাদা করে সরাসরি মুখ্যমন্ত্রী প্রকল্প চালু করা হয়েছে। চালু হয়েছে হোয়াটসঅ্যাপ নম্বর ৯১৩৭০-৯১৩৭০ পূর্ব বর্ধমান জেলার ক্ষেত্রে। যেকোনো সমস্যায় ফোন করা যাবে উক্ত হোয়াটসঅ্যাপ নাম্বারে।