গঙ্গারামপুর, নিজস্ব সংবাদদাতা : গঙ্গারামপুরে অনুষ্ঠিত হলো জেলা স্তরের খো-খো প্রতিযোগিতা।শনিবার গঙ্গারামপুর ব্লকের সুকদেবপুর উচ্চ বিদ্যালয় অনুষ্ঠিত হয় এদিনের এই খো খো প্রতিযোগিতা।প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জেলার বিভিন্ন প্রান্তের খো খো টিম।এদিনের প্রতিযোগিতায় জয়ী প্রতিযোগিরা অংশগ্রহণ করবে রাজ্যস্তরের খো খো প্রতিযোগিতায়।এদিন সুকদেবপুরে আয়োজিত খো খো প্রতিযোগিতা দেখতে ভিড় জমায় সুকদেবপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ এলাকার বহু মানুষজন।প্রসঙ্গত গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাগুলির মধ্যে অন্যতম খো খো খেলা।সরকারি বিদ্যালয়গুলিতে ফুটবল ক্রিকেট ভলিবল অন্যান্য খেলাধুলার আয়োজন করা হলেও সেভাবে খো খো খেলার আয়োজন করা হয় না বললেই চলে।এমতো অবস্থায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে খো খো খেলার প্রবণতা বৃদ্ধি করতে আয়োজন করা হলো খো খো প্রতিযোগিতার।শনিবার গঙ্গারামপুর ব্লকের সুকদেবপুর উচ্চ বিদ্যালয় অনুষ্ঠিত হলো জেলাস্তরের খো-খো প্রতিযোগিতা।এ বিষয়ে ক্রীড়াবিদ ভজন কুমার দে জানান।