সাহিত্যিক রুমকী দত্তের ১০ টি গল্প সমন্বয়ে ” মৃত্যুর মৌতাত” নামে গল্পগ্রন্থের আত্মপ্রকাশ হলো।

0
381

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- শুক্রবার সন্ধ্যায় কোলাঘাটে বিডিও অফিসের সেমিনার হলে আয়োজিত হলো গ্রন্থ প্রকাশ ও সাহিত্য আড্ডা।সাহিত্যিক রুমকী দত্তের ১০ টি গল্প সমন্বয়ে ” মৃত্যুর মৌতাত” নামে গল্পগ্রন্থের আত্মপ্রকাশ হলো।এদিন গল্পগ্রন্থের আত্মপ্রকাশ করেন রাজ্যের মৎস্য মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। এছাড়াও ছিলেন সাহিত্যিক নলিনী বেরা,সুজন বেরা,অঙ্কন মাইতি সহ একাধিক বিশিষ্টজনেরা।গ্রন্থটি প্রকাশনা করে “খড়কুটো”সাহিত্যিক রুমকী দত্তের এটি চতুর্থ গল্পগ্রন্থ বলে জানান।