বানভাসি পরিবারের পাশে দাঁড়ালো বঙ্গ ইউথ সোসাইটি নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা ।

0
57

নিজস্ব সংবাদদাতা, মালদা:-  মালদায় মহানন্দা নদীর জলে প্লাবিত হয়েছে বহু ঘরবাড়ি। আশ্রয়হীন হয়ে পড়েছে অনেক পরিবার। আর সেইসব বানভাসি পরিবারের পাশে দাঁড়ালো বঙ্গ ইউথ সোসাইটি নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা । আর সেই সংস্থাকে সব রকম ভাবে সহযোগিতা করেছে মালদার জনসেবা হেলথ ক্লিনিক এন্ড নার্সিংহোম কর্তৃপক্ষ। শনিবার বিকেলে বানভাসি মানুষদের ত্রাণ বিলি এবং রাতে মালদা টাউন স্টেশনের দুঃস্থ মানুষদের পেটপুরে খাওয়ানোর ব্যবস্থা করা হয় বঙ্গ ইউথ নামক সংস্থা ও জনসেবা হেলথ ক্লিনিক এন্ড নার্সিংহোমের পক্ষ থেকে । আর এই সামাজিক গঠনমূলক কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি আবু রাইহান, জনসেবা নার্সিংহোমের কর্ণধার এম ডি হামিদুর রহমান সহ স্বেচ্ছাসেবী সংস্থার অন্যান্য সদস্যরা। শহরের মহানন্দা নদী তীরবর্তী এলাকার একশোরও বেশি বনবাসী মানুষদের চাল, ডাল, আলু, তেল, আরো অন্যান্য সামগ্রী বিলি করা হয়। এরপর রাতে মালদা টাউন স্টেশনে শতাধিক দুঃস্থ মানুষদের জন্য ডিম, ভাত, সবজি , ডাল চাটনি মিষ্টি পেটপুরে খাওয়ানোর ব্যবস্থা করা হয় ওই স্বেচ্ছাসেবী সংস্থা ও নার্সিংহোমের পক্ষ থেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here