মালদহের হবিবপুর ব্লকের আইহো,বক্সীনগর সর্বজনীন দূর্গা উৎসব পুজো কমিটি তরফে কচিকাঁচাদের নিয়ে মহালয়া।

0
239

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- মালদহের হবিবপুর ব্লকের আইহো,বক্সীনগর সর্বজনীন দূর্গা উৎসব পুজো কমিটি তরফে কচিকাঁচাদের নিয়ে মহালয়া।এই মহালয়া উপলক্ষে এদিন পুজো কমিটির তরফ থেকে গ্রামবাসীদের উৎসাহ দিতে টিভির পর্দায় নয় এবার নিজেদেরই উদ্যোগে মন্দির প্রাঙ্গনে মহালয়া ও চণ্ডীপাঠ করা হয়,ভোরবেলা থেকে পূজা মণ্ডপের সামনে গ্রামবাসীদের, টিভির পর্দা ছেড়ে এবার কচিকাচাদের মহালয়া দেখতে ভিড় জমিয়েছে গ্রামবাসী সহ বিভিন্ন এলাকার বাসিন্দারা।এখনো থেকে গ্রাম বাংলায় শুরু হয়ে গিয়েছে পুজো আমেজ।