হুগলি ভদ্রেশ্বরে সরকার পুকুরে জগদ্ধাত্রী প্রতিমা উদ্বোধনে এলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

0
360

নিজস্ব সংবাদদাতা, হুগলি:- হুগলি ভদ্রেশ্বরে সরকার পুকুরে জগদ্ধাত্রী প্রতিমা উদ্বোধনে এলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সোমবার সন্ধ্যায় হুগলির ভদ্রেশ্বরে সরকার পুকুর লেনে জগদ্ধাত্রী পূজোর উদ্বোধনে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। চন্দননগরের জগদ্ধাত্রী প্রতিমা জগত বিখ্যাত আলোর রকমারি কারুকার্যর জন্য। কলকাতা যাবো দুর্গাপূজার সারা ভারতবর্ষের তাতা বিভিন্ন দেশেও জনপ্রিয় লাভ করেছেন ঠিক তেমনি জগদ্ধাত্রী প্রতিমা ও লাইটিং এর জন্য হুগলি জেলা জগৎ বিখ্যাত । জগদ্ধাত্রী প্রতিমা উদ্বোধনে কান্তি রাখতে চান না পূজা কমিটির কর্মকর্তারা। তেমনি হুগলি ভদ্রেশ্বর সরকারপুকুর লেনে প্রতিমা উদ্বোধনে হাজির হলেন স্বয়ং মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের অর্থ ও স্বাস্থ্য দফতরের মন্ত্রী । এই জগদ্ধাত্রী পূজোয় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বেলুড় মঠের মহারাজ, ভদ্রেশর পৌরসভার পৌরপ্রধান প্রলয় চক্রবর্তী, ওয়ার্ডের কাউন্সিলর মিনা দাস সহ বিশিষ্ট অতিথিবৃন্দ। ভদ্রেশ্বর পৌরসভার স্বাস্থ্য বিভাগের এম আই সি প্রকাশ গোস্বামী।
ভদ্রেশ্বর পৌরসভার অন্তর্গত সরকার পাড়ার ডাক্তার বিপ্লবেনদু তালুকদারের বাড়ির এই পূজোর আয়োজন । মন্ত্রী ও মহারাজ প্রদীপ জ্বেলে জগদ্ধাত্রী পূজোর অনুষ্ঠানের উদ্বোধন করেন।