ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার গ্রামবাসীদের মধ্যে বিভিন্ন রকম সামগ্রি প্রদান করলেন বিএসএফের ১৫৯নম্বর ব্যাটেলিয়ান।

0
200

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- সিভিক একশন প্রোগ্রাম এর মাধ্যমে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার গ্রামবাসীদের মধ্যে বিভিন্ন রকম সামগ্রি প্রদান করলেন বিএসএফের ১৫৯নম্বর ব্যাটেলিয়ান।বৃহস্পতিবার মালদহের হবিবপুর থানার অন্তর্গত, ১৫৯ নম্বর ব্যাটেলিয়ানের কেদারী পাড়ার ক্যাম্পে অনুষ্ঠিত হলো সিভিক একশন প্রোগ্রাম। বিএসএফের উদ্যোগে এই সিভিক অ্যাকশন প্রোগ্রামের বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যে বর্ডার এলাকার সাধারণ মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখতে এদিন তালা এলাকার বিভিন্ন স্কুল ও ক্লাব সহ এলাকাবাসীর মধ্যে বিভিন্ন সামগ্রিক বিতরণ করা হয়।যেমন স্কুলের বাচ্চাদের জন্য প্রায় ১০০ টি ব্যাগ ক্লাবগুলিকে ফুটবল, ভলিবল,কেরাম বোর্ড, স্কুল গুলির জন্য জলের ট্যাংকি ডাস্টবিন গ্রামবাসীদের জন্য ব্ল্যাঙ্কেট বিতরণ করা হয়।এছাড়াও হ্যান্ডিক্যাপদের জন্য হুইল চেয়ার দেওয়া হয়।এই বিষয়ে কমান্ডার সুদীপ কুমার বলেন বিএসএফের উদ্যোগে সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে এলাকার মানুষটাকে স্কুলের ছাত্র-ছাত্রীদের হাতে ও ব্যাগ তুলে দেওয়া হয়। ক্লাবগুলিকে বিভিন্ন খেলার সামগ্রী তুলে দেওয়া হয়।উপস্থিত ছিলেন কমান্ডার সন্দীপ কুমার,ডেপুটি কমান্ডার সনাতন মন্ডল, কোম্পানি কমান্ডার কেপি সিং, বৈদ্যাপুর অঞ্চলের প্রধান ববিতা ভৌমিক,পঞ্চায়েত সমিতির সদস্য শিল্পী বিশ্বাস রায়, এছাড়াও বৈদ্যপুর অঞ্চলের ছয়টি গ্রাম পঞ্চায়েত সদস্য।