‘অযোধ্যা পাহাড় চলো’ প্রচারণা কর্মসূচি।

0
105

নিজস্ব প্রতিবেদক, কলকাতা:- উত্তরপ্রদেশের অযোধ্যায় সরায়ু নদীর তীরে রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অখিল ভারত হিন্দু মহাসভা ওই দিন ‘অযোধ্যা পাহাড় চলো’ প্রচার করবে। শনিবার এই ঘোষণা করেন সংগঠনের রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামী। তিনি অযোধ্যা পাহাড়ের সাথে রাম, লক্ষ্মণ ও সীতার যোগাযোগের প্রসঙ্গ উত্থাপন করেন এবং সেখানে সীতাকুণ্ড রাম-সীতার মন্দির নির্মাণের দাবি জানান। এর সাথে লক্ষাধিক কণ্ঠে গীতা পাঠ করেও তিনি উচ্ছ্বসিত। এ কর্মসূচিতে অংশ নিয়ে রোববার ব্রিগেডে উপস্থিত থাকবেন বলেও জানান তিনি।